KMC MIC: কলকাতার নতুন পুরবোর্ডে মেয়র পারিষদে দায়িত্বপ্রাপ্ত কারা

প্রথা ভেঙে এই প্রথম কলকাতা পুরসভার (KMC) লনে খোলা আকাশের নিচে নজিরবিহীনভাবে মেয়র পারিষদদের (MIC) নিয়ে শপথ গ্রহণ (Oath) করলেন কলকাতা পুরসভার মেয়র

Must read

প্রথা ভেঙে এই প্রথম কলকাতা পুরসভার (KMC) লনে খোলা আকাশের নিচে নজিরবিহীনভাবে মেয়র পারিষদদের (MIC) নিয়ে শপথ গ্রহণ (Oath) করলেন কলকাতা পুরসভার মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মেয়র ফিরহাদ হাকিম প্রধান সেবক হওয়ার সংকল্প নিয়েছেন। শপথ গ্রহণের পর নিজের ঘরে গিয়ে ফিরহাদ হাকিম আনুষ্ঠানিকভাবে ১২ জন মেয়র পারিষদের দফতর ভাগ করে দেন। পুরনো চার মেয়র পরিষদ সদস্যর বদলে এবার কলকাতা নিগমের চার নতুন মুখ। পুরনোদের যদিও আগের দফতরের দায়িত্বই রাখা হয়েছে। নতুনদের যদিও দেওয়া হয়েছে নতুন দায়িত্ব।

আরও পড়ুন-

একনজরে কলকাতা পুরসভার কোন মেয়র পারিষদের হাতে কোন কোন দফতর দেখে নিন

অতীন ঘোষ – স্বাস্থ্য, কর, মূল্যায়ণ

দেবব্রত মজুমদার – জঞ্জাল ব্যবস্থাপনা

দেবাশিস কুমার – পার্কিং ও উদ্যান

স্বপন সমাদ্দার – বস্তি উন্নয়ন

সন্দীপ রঞ্জন বক্সি – আলো ও বিদ্যুৎ

জীবন সাহা – তথ্য, জনসংযোগ

রাম পেয়ারি রাম – ১০০দিনের প্রকল্প

তারক সিং – নিকাশি

বৈশ্বানর চট্টোপাধ্যায় – আইন ও আবাসন

অভিজিৎ মুখোপাধ্যায় – রাস্তা

মিতালি বন্দোপাধ্যায় – সমাজ কল্যাণ, সামাজিক দায়বদ্ধতা ও মহিলা সুরক্ষা

সন্দীপন সাহা – শিক্ষা, তথ্যপ্রযুক্ততি

Latest article