আন্তর্জাতিক

ব্রিটেনে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা

প্রতিবেদন : নতুন মন্ত্রিসভা গঠনে বড়সড় চমক দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রুস। ব্রিটেনের ইতিহাসে প্রথমবার অর্থ এবং বিদেশের মতো দুই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে দুই কৃষ্ণাঙ্গ নেতাকে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি দফতরের ক্ষমতায় এই প্রথমবার থাকছেন না কোনও ব্রিটিশ পুরুষ। প্রত্যাশামতোই লিজার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না ঋষি সুনক। এমনকী, তাঁর ঘনিষ্ঠদেরও মন্ত্রিসভায় জায়গা দেননি লিজা। ভারতীয় বংশোদ্ভূত ঋষিকে সরানো হলেও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আর এক ভারতীয়। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভেরম্যানকে (Suella Braverman)। উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিজার ঘনিষ্ঠ বন্ধু টেরেসে কোফে। এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গকে ব্রিটেনের অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ঋষির ছেড়ে যাওয়া অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ঘানার বংশোদ্ভূত কোয়াসি কোয়ারতেং। প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ব্রিটেনের বিদেশমন্ত্রী হয়েছেন জেমস ক্লেভারলি। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বেন ওয়ালেস। শোনা গিয়েছিল, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন ঋষি। কিন্তু লিজার মন্ত্রিসভার ঘোষণাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, আপাতত মন্ত্রিসভায় ঠাঁই নেই ঋষির। নির্বাচনের সময় ঋষির হয়ে প্রচার করেছিলেন জর্জ ইউস্টিস, ডমিনিক রাব, স্টিভ বার্কলে ও গ্রান্ট শ্যাপস। এই চারজনকেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন লিজা।

আরও পড়ুন: ট্রাম্পের বাড়ি থেকে মিলেছে বিভিন্ন দেশের পারমাণবিক শক্তির গোপন নথি

স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছরের সুয়েলা ব্রেভারম্যান (Suella Braverman)। কনজারভেটিভ পার্টির এই সদস্য বরিস জনসন সরকারে অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করেছেন। প্রধানমন্ত্রী লিজা নিজেই সুয়েলার নাম সুপারিশ করেন। রাজনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তে সুয়েলার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হল ব্রেক্সিট সংক্রান্ত জটিলতা সামলানো। পাশাপাশি নির্বাচনী প্রচারে কর ছাড় ও কর হ্রাসের যে প্রতিশ্রুতি লিজা দিয়েছিলেন তা বাস্তবায়িত করার পথও তাঁকে খুঁজতে হবে। সুয়েলা অবশ্য ভারতের মাটিতে জন্মগ্রহণ করেননি। তাঁর মা-বাবা দু’জনই ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা উমা তামিল হিন্দু। বাবা ক্রিস্টি ফার্নান্ডেজ গোয়ার মানুষ। ১৯৬০-র দশকে উমা মরিশাস থেকে ব্রিটেনে আসেন। অন্যদিকে কেনিয়া থেকে ব্রিটেনে আসেন ক্রিস্টি। ব্রিটেনেই তাঁদের পরিচয় ও বিয়ে হয়। সুয়েলার জন্ম ব্রিটেনেই। সুয়েলার দুই সন্তান আছে। ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বী। শপথবাক্য পাঠের সময়ে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

10 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

30 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago