নয়াদিল্লি : আবার বিজেপিকে নিশানা করলেন ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত। লখিমপুর-খেরি হত্যাকাণ্ডের চার্জশিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম আসার পরে তিনি ট্যুইট করে লিখেছেন, লখিমপুর হত্যাকাণ্ডে বিশেষ তদন্তকারী দলের রিপোর্টের পরে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে সবকিছুই পরিকল্পিত ছিল। এই হত্যা মামলার প্রধান আসামি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস। চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পর টেনিকে কীভাবে মন্ত্রিসভায় বহাল রাখা হচ্ছে তা বোঝা যাচ্ছে না। নৈতিকতার দিক থেকেও এটি অনুচিত কাজ। সরকারের উচিত অবিলম্বে অজয় ওরফে টেনিকে বরখাস্ত করা। সিটের পেশ করা চার্জশিটে বলা হয়েছে, ঘটনার দিন ঘাতক গাড়িতে আশিস ছিল।
আরও পড়ুন-অ্যাপে মহিলা নিলাম, মোদির বিরুদ্ধে সরব জাভেদ আখতার
লখিমপুরকাণ্ডে ৫০০০ পৃষ্ঠার চার্জশিটে অজয় টেনির ছেলে আশিস মিশ্রের নাম রয়েছে। যদিও লখিমপুরে হিংসার ঘটনার পর মন্ত্রী বলেছিলেন, ঘটনাস্থলে তাঁর ছেলের উপস্থিতির একটি প্রমাণ থাকলে তিনি পদত্যাগ করবেন। অজয় মিশ্র তখন বলেছিলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। পুলিশের প্রমাণ সংগ্রহ করা উচিত এবং যদি আমার ছেলের উপস্থিতির একটি ভিডিও দেখানো হয় তবে আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।
এই প্রসঙ্গ উল্লেখ করেই কৃষক নেতা রাকেশ টিকায়েত লখিমপুর মামলা নিয়ে বিজেপিকে নিশানা করেন। তিনি প্রশ্ন তোলেন, সরকার আজ কেন তাহলে অজয় মিশ্রকে বাঁচাতে চায়? সরকারের কি কোনও গোপন স্বার্থ আছে? অজয় মিশ্রর উচিত নৈতিকতার স্বার্থে পদত্যাগ করা। কৃষক নেতা রাকেশ টিকায়েত ছাড়াও কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথও অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানান। তিনি বলেন, যাঁর ছেলে খুনের মামলায় প্রধান অভিযুক্ত তিনি কীভাবে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে থাকতে পারেন? তাঁর তো উচিত পদত্যাগ করা। তবে নির্লজ্জ মন্ত্রী পদত্যাগ না করলে তাঁকে তো এখনই বরখাস্ত করা উচিত প্রধানমন্ত্রীর।