অ্যাপে মহিলা নিলাম, মোদির বিরুদ্ধে সরব জাভেদ আখতার

‘বুল্লি বাই’ অ্যাপ বিতর্ক বন্ধ হবার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

Must read

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : ‘বুল্লি বাই’ অ্যাপ বিতর্ক বন্ধ হবার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এই অ্যাপে মুসলিম নারীদের নিয়ে যেমন অশালীন মন্তব্য করা হচ্ছে, তেমনি তাদের ছবিও ‘নিলাম’ করা হচ্ছে। মহিলা সাংবাদিক ইসমত আরার দায়ের করা অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ যখন তদন্তে নিযুক্ত রয়েছে, মুম্বই পুলিশও বিষয়টি নিয়ে আলাদা তদন্ত করছে। সম্প্রতি এনিয়ে ট্যুইট করেছেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র নিশানা করেছেন। বুল্লি বাই অ্যাপ নিয়ে বিরক্তি প্রকাশ করে জাভেদ আখতার লিখেছেন, ‘অনলাইনে শত শত নারী নিলাম হচ্ছে। এখানে তথাকথিত ধর্ম সংসদ রয়েছে, যারা সেনা, পুলিশ এবং সাধারণ মানুষকে পরামর্শ দেয় গণহত্যা করার! তারপরেও সরকারের নীরবতায় আমি হতবাক। এটাই কি সবকা সাথ?’

আরও পড়ুন-তানোয়ারের নেতৃত্বে হরিয়ানায়, মেগা যোগদান তৃণমূল কংগ্রেসে

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে জাভেদ আখতারের ট্যুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যথারীতি গেরুয়া শিবিরের পক্ষ থেকে এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটূক্তি করা হয়েছে। জবাবে আখতার লিখেছেন, ‘আমি সবসময় মুসলিম মৌলবাদী এবং অন্যান্য ধর্মের মৌলবাদীদের বিরুদ্ধে। তাই এসব আক্রমণ আমাকে দমাতে পারবে না।’

Latest article