প্রতিবেদন : মণিপুর জ্বলছে। রোজ মৃত্যু। জনজীবন বিপর্যস্ত। সেনাকর্মীরাও খুন হচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত এই ডবল ইঞ্জিন রাজ্যে যেতে চেয়েছেন শান্তির বার্তা নিয়ে। কেন্দ্রকে চিঠি লেখার পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রী সদলবলে মণিপুরে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর ডেপুটি, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষকর্তা রয়েছেন।
আরও পড়ুন-বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে
প্রশ্ন, সেই বৈঠকে কেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তিনি সরকারের কোন পদে রয়েছেন যে কারণে ওই বৈঠকে উপস্থিত? তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের প্রশ্ন, প্রশাসনেরও গৈরিকীকরণ করেছে বিজেপি। ন্যক্কারজনক দৃশ্য সংসদীয় গণতন্ত্রে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জোর বিতর্ক।