জাতীয়

বামেদের পাপের দায় কেন নেবে তৃণমূল? ক্যাগের মিথ্যাচার নিয়ে তোপ নেতৃত্বের

প্রতিবেদন : ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি লিখে ক্যাগ রিপোর্টে বিজেপির মিথ্যাচার প্রকট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল সাফ জানিয়ে দিল, ২০১১ সালের পর থেকে এই বিষয়ে কোনও গলদ হয়নি সরকারের। বাম আমলে কী হয়েছে তার দায় তৃণমূল সরকার নেবে না।

আরও পড়ুন-দিনের কবিতা

রবিবার ক্যাগ রিপোর্ট নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ক্যাগ রিপোর্টে ২০০২-০৩ সাল থেকে ২০২০-২১ সালের কথা বলা হয়েছে। তার মধ্যে ২০১১ সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। তাই বাম আমলে কী হয়েছে তার দায় তৃণমূল সরকার নিতে বাধ্য নয়। তিনি জানান, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর যতবার কেন্দ্রের তরফে টাকা এসেছে যথাযথ সময়ে খরচের হিসাব কেন্দ্রীয় বিভাগে তারা দিয়েছে। তাই পরের টাকাও ঠিক সময়ে এসেছে। সম্প্রতি সচিবপর্যায়ে বৈঠকে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। তৃণমূলের স্পষ্ট দাবি, ক্যাগের রিপোর্টের ধরনকে হাতিয়ার করে বিজেপি তথা বিরোধীরা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, বাংলার সরকারকে অপবাদ দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, বামেরা কী করে গেছে, তার দায় তাঁর সরকার নেবে না।

আরও পড়ুন-বাংলার নেত্রীর পথেই বকেয়া চেয়ে ধরনায় কেরল মুখ্যমন্ত্রী

রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, শনিবার ভারতের ইতিহাসে ছিল বিরাট বড় দিন। মুখ্যমন্ত্রী ২১ ফেব্রুয়ারি বাংলার ১০০ দিনের কাজের ২১ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আর্থিক সন্ত্রাস চালাচ্ছে। ১২ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে, অথচ গরিব মানুষের ৬৯০০ কোটি টাকা দিতে পারছে না ওরা। বিবেকবোধ থাকলে রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দিক কেন্দ্র। এ-প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বলেন, কেন্দ্রের যদি লাজ-লজ্জা থাকে তাহলে প্রায়শ্চিত্ত করতে বাংলার অধিকার ফিরিয়ে দিক। ১০০ দিনের টাকা বাংলার মানুষের অধিকার। লোকসভার ডেপুটি লিডার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, মোদি সরকার শুধু মুখে বলতেই ব্যস্ত, কাজ কিছু করছে না। কেন্দ্রের কাছে আমাদের দাবি, বছরভর ১০০ দিনের কাজ দিতে হবে। কাজ শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যে শ্রমিকদের মজুরি প্রদান করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য তাঁকে শতকোটি প্রণাম।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

20 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

40 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago