হিঙ্গলগঞ্জ: শীতবস্ত্র কেন বিডিও অফিসে? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Must read

শীতবস্ত্র কেন বিডিও অফিসে? হিঙ্গলগঞ্জে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Hingalganj- Mamata Banerjee)। শীতকালে অঞ্চলের মানুষদের দেওয়ার জন্য ১৫হাজার শীতবস্ত্র হিঙ্গলগঞ্জে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পৌনে একটা থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রী যখন সেই শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নেন, তখন আধিকারিকরা জানান, তাঁর আনা শীতবস্ত্র পড়ে রয়েছে বিডিও অফিসে। এই কথা শোনার পর চরম ক্ষোভ প্রকাশ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, “এই অনুষ্ঠানের জন্য আমি ১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি। গত তিনদিন ধরে ঘুরে ৫ হাজার সোয়েটার, ৫ হাজার কম্বল ও ৫ হাজার চাদর। এই শীতবস্ত্র দিতেই আমি এখানে এসেছি।“ “বিডিও অফিসে রাখতে কে বলেছে?“

এরপরই মুখ্যসচিব, জেলাশাসক-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের ডেকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী (Hingalganj- Mamata Banerjee)। মাঝপথে ভাষণ থামিয়ে তিনি বলেন, “যতক্ষণ না পর্যন্ত শীতবস্ত্র আনা হচ্ছে ততক্ষণ আমি মঞ্চে বসে থাকব“। মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের জন্য আনা জিনিস যদি, তাঁদের হাতে না পৌঁছয় আমার গায়ে জ্বালা হয়।“

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কর্মচারী সংগঠনের দায়িত্ব পেলেন মন্ত্রী মানস ভুঁইয়া

এর আগেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ অন্যায় করলে সেই দোষ এসে পড়ে আমার ঘাড়ে। সরকার কিছু ভুল করলে সেই দায় নিতে হয় আমাকেই।“ অথচ তিনি সাধারণ মানুষের পাশে থাকার সব উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রীর ক্ষুব্ধ মূর্তি দেখে তখনই ছোটেন সরকারি আধিকারিকরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকেন মঞ্চেই, যতক্ষণ না শীতবস্ত্র আসে। প্রায় মিনিট পনেরো শীতবস্ত্র আসার পরে বিলি শুরু করেন মুখ্যমন্ত্রী।

Latest article