কল্যাণ চন্দ্র, বহরমপুর : রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে আবেদন করে তিন মাসের মধ্যে বিধবা ভাতার আওতায় চলে এলেন মুর্শিদাবাদের কয়েক হাজার আবেদনকারী। শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে নারী ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানে এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এঁদের হাতে বিধবা ভাতা তুলে দিলেন। তিনি বলেন, নতুন করে মুর্শিদাবাদ জেলায় ৪৫ হাজার ৭২৪ জনকে বিধবা ভাতা দেওয়া শুরু হল। আগে এই জেলায় ৫৬ হাজার ৪০১ জন বিধবা ভাতা পেতেন। রাজ্যে মোট ২১ লক্ষের মধ্যে এই জেলার ১ লক্ষ ২২ হাজার ১২৫ জন বিধবা এই ভাতার আওতায় এসেছেন। পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, ৩৪ বছর ধরে মুর্শিদাবাদ জেলা উপেক্ষিত ছিল, পিছিয়ে পড়া জেলা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মুর্শিদাবাদ আর উপেক্ষিত জেলা নেই। সেই কারণে মুর্শিদাবাদের মানুষ আশীর্বাদ দিয়ে পুরভোটে জয়ী করেছে তৃণমূলকে। আরও বেশি করে জেলার উন্নয়ন করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস সরকার বলে জানান পুরমন্ত্রী। এদিকে, মুর্শিদাবাদের সাতটি পুরসভার চেয়ারম্যানদের পাশে নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) শুক্রবার বার্তা দিলেন, পুরকর্মী-সহ পুরপ্রধানরা সকলেই জনগণের সেবক। মানুষের সেবার উদ্দেশ্যেই নিজেদের নিয়োজিত করতে হবে তাঁদের। দুপুরে বহরমপুর পুরসভায় গিয়ে করোনাযোদ্ধা ৩২ জন স্বাস্থ্যকর্মী ও পুরকর্মীকে সংবর্ধনা জানান মন্ত্রী। বলেন, করোনাকালে মুখ্যমন্ত্রী যেমন রাস্তায় নেমে মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন, সেরকমই বহরমপুর পুরসভার স্বাস্থ্য ও পুরকর্মীরা শহরের মানুষকে পরিষেবা দিয়ে গেছেন। যার মূল কারিগর নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে এখানকার পুরপ্রধান করা হয়েছে শহরের সাধারণ মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই। শহরবাসী যেভাবে দীর্ঘ বছর পর তৃণমূলকে ভোট দিয়েছেন তার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান পুরমন্ত্রী। তিনি জানান, এখন যেখানে ৪টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা পাচ্ছেন শহরের মানুষ, সেখানে খুব শিগগিরই ১১টি উপ-স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলে এই পরিষেবা বাড়ানো হবে। তিনি বহরমপুরের আরও উন্নয়ন করার প্রতিজ্ঞা নিচ্ছেন বলে জানান ফিরহাদ। বহরমপুর পুরসভার অনুষ্ঠানে এদিন চারটি উপ স্বাস্থ্যকেন্দ্র এবং খাগড়া বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরমন্ত্রী। ছিলেন জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়-সহ অন্য বিধায়করা। বহরমপুর রবীন্দ্র সদনে বিধবা ভাতা বিলির অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, মন্ত্রী আখরুজ্জামান-সহ দুই তৃণমূল সাংসদ ও বিধায়করা, ৭ পুরসভার চেয়ারম্যান, পুলিশ সুপার ও জেলাশাসক। এদিকে, তিন মাসের মধ্যে বিধবা ভাতা পেয়ে প্রভূত খুশি বলে অকপটে জানান উপভোক্তারা।