ফিরে আসব: এমবাপে

গোটা দুনিয়া চেয়েছিল আর্জেন্টিনা কাপ জিতুক : দেশঁ

Must read

দোহা, ১৯ ডিসেম্বর : চার বছর আগে রাশিয়া থেকে কাপ নিয়ে দেশে ফিরেছিলেন। কিন্তু কাতার খালি হাতেই ফেরাল কিলিয়ান এমবাপেকে। ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত ট্র্যাজিক নায়ক হয়েই মাঠ ছাড়লেন এমবাপে (Kylian Mbappé)।
এদিকে, বিশ্বকাপ ফাইনালে জাতীয় দলের হারের পরেই ফ্রান্সের বিভিন্ন শহরে শুরু হয়েছে গোলমাল। প্যারি, নিস, লিয়ঁ-সহ বেশ কিছু শহরের পথে নেমে বিক্ষোভ দেখান ফরাসি জনতা। উত্তেজিত জনতাকে সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

আরও পড়ুন-জানতাম ঈশ্বর উপহার দেবেন

রবিবাসরীয় ফাইনালের পর এমবাপেকে দেখে মনে হচ্ছিল যেন মহাভারতের কর্ণ! এমবাপেকে সান্ত্বনা দেন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কাঁধে হাত রাখলেন। তাতে কি আর বিশ্বকাপ হাতছাড়া করার হতাশা মেটে! তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হতাশা ঝেড়ে ফেলে দেশবাসীর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন এমবাপে (Kylian Mbappé)। লিখলেন, ‘‘আমরা ফিরে আসব।’’ মোট আট গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পাওয়া এমবাপে যে আগামী বিশ্বকাপও কাঁপাবেন, সেটা নিয়ে বাজি ধরাই যায়। মাত্র ২৩ বছর বয়সেই দুটো বিশ্বকাপ খেলে ১২ গোল! বিশ্বকাপের ইতিহাসে এমবাপের থেকে বেশি গোল করেছেন মাত্র পাঁচজন। জার্মানির মিরোস্লাভ ক্লোজে (১৬), ব্রাজিলের রোনাল্ডো নাজারিও (১৫), জার্মানির গার্ড মুলার (১৪), লিওনেল মেসি ও ফ্রান্সের জাঁ ফঁতে (১৩টি করে গোল)। কোনও অঘটন না ঘটলে এঁদের টপকে যাবেন এমবাপে। হয়তো বিশ্বকাপও জিতবেন। কিন্তু এই যন্ত্রণা কি কোনও দিন ভুলবেন!

দিদিয়ের দেশঁ দায়ী করছেন চোট এবং অসুস্থতাকে। তিনি বলছেন, ‘‘চোট ও ক্যামেল ফ্লু আমাদের ভুগিয়েছে। ছেলেরা শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। চোটের কারণে অনেক সিনিয়র খেলোয়াড়কে পাইনি। অনভিজ্ঞদের নিয়ে অঙ্ক কষে এগোতে হয়েছে। তবে এসব অজুহাত দিয়ে লাভ নেই। গোটা বিশ্ব চেয়েছিল আর্জেন্টিনা কাপ জিতুক। সেটাই হয়েছে। তবে ওরা অসাধারণ খেলেছে।’’

Latest article