লন্ডন : ‘‘যখনই আমার আত্মবিশ্বাসের দরকার পড়ে, উইম্বলডন (Wimbledon- Novak Djokovic) তখনই পাশে এসে দাঁড়ায়।” বললেন নোভাক জকোভিচ। তাঁর (Wimbledon- Novak Djokovic) কথায়, গোটা কেরিয়ারেই এই ব্যাপারটা তিনি লক্ষ্য করেছেন। প্রসঙ্গটা এসেছে ২০২২-এর গোড়ায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায়। কোভিড ভ্যাকসিন নেননি বলে ৩৫ বছরের টেনিস তারকাকে সেদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকী আইনের সাহায্য নিয়েও জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব রক্ষার লড়াইয়ে নামতে পারেননি। কিন্তু এরপরই তিনি অস্ট্রেলিয়ার নিক কিরঘিওসকে হারিয়ে উইম্বলডন জেতেন। এটা ছিল তাঁর ২১তম গ্র্যান্ড স্লাম খেতাব। জকোভিচ বলেন, ‘‘বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিলাম। এতে আমার খেলারও ক্ষতি হয়েছে। আমি যে জায়গাটায় ফিরতে চেয়েছিলাম, সেটা বছরের শেষে ক্লে কোর্টে এসে পেয়েছি।” এরপর তিনি টেনে আনেন উইম্বলডনের প্রসঙ্গ। বলেন, উইম্বলডনের কোর্টে তিনি নিজেকে ফিরে পেয়েছিলেন। যেখানে তাঁর প্রচুর সুখস্মৃতি রয়েছে। ‘‘আমার উইম্বলডনে খেলতে ভাল লাগে।” বলেছেন জকোভিচ।
আরও পড়ুন-আজ তিন পয়েন্ট চাই কিবুর দলের