আজ তিন পয়েন্ট চাই কিবুর দলের

Must read

প্রতিবেদন : প্রথম ডিভিশন কলকাতা লিগের খেতাবি লড়াইয়ে জোর টক্কর চলছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি(Diamond Harbour FC)  এবং আর্মি রেডের মধ্যে। ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্মি। এক পয়েন্ট পিছিয়ে কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন ডায়মন্ড হারবার। ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সিএফসি (ক্যালকাটা ফুটবল ক্লাব)। এই অবস্থায় আজ মঙ্গলবার সুপার সিক্স রাউন্ডের চতুর্থ ম্যাচে খেলতে নামছে কিবুর দল। প্রতিপক্ষ বিএনআর। বাকি থাকবে ডালহৌসির বিরুদ্ধে শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন হতে গেলে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে ডায়মন্ড হারবারকে। পাশাপাশি, আর্মি রেডকে বাকি দুই ম্যাচে পয়েন্ট হারাতে হবে। মঙ্গলবার আর্মি খেলবে ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে। ওই ম্যাচের দিকে নজর থাকবে ডায়মন্ড হারবার সমর্থকদের।

আরও পড়ুন-এটিকে সরাতে পাঁচ সদস্যের কমিটি কর্মসমিতির সভায় সিদ্ধান্ত

ডায়মন্ড হারবারের (Diamond Harbour FC) মঙ্গলবারের প্রতিপক্ষ বিএনআর বেশ শক্ত প্রতিপক্ষ। কিবুর দল আগের ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলেও পুরো তিন পয়েন্ট পায়নি। তবে সেদিন মরশুমের সেরা ম্যাচ খেলেছে ডায়মন্ড হারবার। তাই বিএনআর-এর বিরুদ্ধে ছন্দ ধরে রেখে জয় ছিনিয়ে আনতে চায় তারা। ডায়মন্ড হারবার চোটের কারণে শেষ দুই ম্যাচে পাবে না নিয়মিত চার ফুটবলারকে। চোটের কারণে ছিটকে গিয়েছেন অভিষেক দাস, তীর্থঙ্কর সরকার, সুকুরাম সর্দার, অনন্ত মুরলী। আজ খেলতে পারবেন না শিহাদও। তবু টিম গেম অস্ত্রেই জয় পেতে মরিয়া ডায়মন্ড হারবার।

Latest article