সংবাদদাতা, কাঁথি : নারীনিগ্রহ ঠেকাতে কলকাতা পুলিশের স্কুটার-আরোহী মহিলা পুলিশ পেট্রলিং স্কোয়াড ‘উইনার্স’ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ধাঁচেই এবার জেলায় জেলায় এই পরিষেবা চালু হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার কাঁথিতে এই ‘উইনার্স স্কোয়াড’ পরিষেবা চালু হল। উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে। শুধু কাঁথি নয়, অন্যতম পর্যটনকেন্দ্র দিঘাতেও এই পরিষেবা চালু হল। প্রথমে ১০টি মোটরবাইকের উইনার্স স্কোয়াড থাকছে। যার মধ্যে পাঁচটি কাঁথি ও পাঁচটি দিঘার জন্য।
আরও পড়ুন-মুর্শিদাবাদের শিল্পসম্ভাবনা
পরে এই সংখ্যা বাড়ানো হবে। সরাসরি পুলিশ সুপারের অধীনে থাকবে এই বাহিনী। কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের জন্য এই পরিষেবা পাবেন মহিলারা। এই পরিষেবা পেতে জেলা পুলিশ একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। নম্বরটি: ৭৮৬৫০ ৩২৯৭৮। কাঁথি থানায় থাকছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই এই সার্ভিস চালু থাকবে। রাতে পেট্রলিং থাকবে। বিপদে-পড়া মহিলারা হেল্পলাইনে ফোন করলে তা সংশ্লিষ্ট থানাকে জানানো হবে। তারপর উইনার্স স্কোয়াড পুলিশের সাহায্য নিয়ে স্পটে পৌঁছে যাবে। জেলা পুলিশ সুপার এদিন জানান, “গত একমাস ধরে মহিলা কনস্টেবলদের এর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা কাঁথি ও দিঘাতে এই পরিষেবা চালু করলাম। এক মাসের মধ্যে হলদিয়া ও তমলুকেও এই পরিষেবা চালু করা হবে। এর ফলে নারীনিগ্রহের ঘটনা অনেক কমবে।”
আরও পড়ুন-
প্রশাসনের এক শীর্ষকর্তার দাবি, প্রায় ১২০০ মহিলা কনস্টেবল নিয়োগের কাজ চলছে। পাশাপাশি ১৫০ জন মহিলা সাব-ইনস্পেক্টর নিয়োগের কাজ শেষ পর্যায়ে। দুষ্কৃতীদের কাবু করার জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণও দেওয়া হবে। এদিন কাঁথিতে এই পরিষেবা উদ্বোধনের সময় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানস সিংলা, এসডিপিও সোমনাথ সাহা, বিধায়ক উত্তম বারিক, পুরপ্রধান সুবলকুমার মান্না, উপপ্রধান সুপ্রকাশ গিরি, আইসি অমলেন্দু বিশ্বাস, মহিলা থানার ওসি রুমা মণ্ডল প্রমুখ।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…