নারী সুরক্ষায় উইনার্সের পথচলা শুরু কোচবিহারে

শহরের জনবহুল এলাকাগুলিতে যেখানে মহিলাদের যাতায়াত বেশি সেই সমস্ত জায়গায় তাঁরা নজরদারি চালাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে চালু হল উইনার্স স্কোয়াড। সোমবার উত্তরবঙ্গের আইজি ডি পি সিং জেলা, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি সি সুধাকর, জেলা পুলিশ সুপার সুমিত কুমার সবুজ পতাকা উড়িয়ে পুলিশ লাইন ময়দানে এই উইনার্স স্কোয়াডের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে অনান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, উইনার্স স্কোয়াডের মহিলা সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-৯ বছর পর খুলল বান্দাপানি চা-বাগান

শহরের জনবহুল এলাকাগুলিতে যেখানে মহিলাদের যাতায়াত বেশি সেই সমস্ত জায়গায় তাঁরা নজরদারি চালাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও আইজি, ডিআইজি ও জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এদিন বাইরে থেকে আসা কর্তব্যরত পুলিশ কর্মীদের বিশ্রামের জন্য পুলিশ ক্লাবের উদ্বোধন করেন। পাশাপাশি এদিন জেলা পুলিশের উদ্যোগে জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে স্থানাধিকারী কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, ২০ জন মহিলা কনস্টেবলকে বিশেষ ট্রেনিং দিয়ে তাঁদের প্রস্তুত করা হয়েছে।

Latest article