প্রতিবেদন : অবশেষে পিছন ছাড়ছে নাছোড় বর্ষা। আগামী সপ্তাহ থেকেই রাজ্যে শীতের পদধ্বনি শোনা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরোপুরি শীত আসতে এখনও দেরি থাকলেও প্রাক শীতের শিরশিরে আমেজ টের পাওয়া যাবে বলে আশার বাণি শুনিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-উত্তরাখণ্ড বিপর্যয়: মৃত্যু বেড়ে ৬৭
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায় তাও আগামী ২৩ অক্টোবর এ রাজ্য থেকে বিদায় নেবে। তবে আগামী দু-একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর থেকে রাতের দিকে তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে।