প্রতিবেদন : আবার পুরনো মেজাজে ফিরছে শীত। ১০ জানুয়ারি থেকেই অনুভূত হবে শীতের সেকেন্ড স্পেল। অর্থাৎ ফের জাঁকিয়ে শীতের আমেজ পেতে চলেছে বঙ্গবাসী। এদিকে, চলতি সপ্তাহে শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতেই বৃষ্টি।
আরও পড়ুন-মুড়িগঙ্গায় নতুন চর, ড্রেজার এল ফরাক্কা থেকে
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। আইএমডি-র পূর্বাভাস বলছে মধ্য ভারতে ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে, যার ফলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। সামান্য হলেও পারদ পতন হয়েছে মহানগরীতে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। তার প্রভাব পড়ছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।