পুরসভার নামে অ.বৈধ পার্কিং ক.ড়া ব্যবস্থার হুঁশি.য়ারি মেয়রের

পুরসভার নামে অবৈধ পার্কিং ব্যবস্থা।

Must read

প্রতিবেদন : পুরসভার নামে অবৈধ পার্কিং ব্যবস্থা। বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত কলকাতায় মানুষের ঢলের সুযোগ নিয়ে আলিপুর চিড়িয়াখানা এলাকায় ১০০ টাকার বিনিময়ে বেআইনি পার্কিং ব্যবস্থার অভিযোগ উঠেছে। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এই নিয়ে পুরসভা ও পুলিশের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন-মুড়িগঙ্গায় নতুন চর, ড্রেজার এল ফরাক্কা থেকে

বর্ষশেষের মরশুমে এবারও রেকর্ড সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিলেন আলিপুর চিড়িয়াখানায়। সেই ভিড়ের সুযোগেই সেন্ট্রাল জেলের সামনে ১০০ টাকার বিনিময়ে হলুদ চিরকুট ধরিয়ে অবৈধভাবে পার্কিংয়ের জায়গা দিচ্ছে। এভাবেই পুরসভার নাম করে বেআইনি পার্কিং ব্যবস্থা চালানোর অভিযোগ উঠেছে এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে। আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে আসা পর্যটকদের পার্কিংয়ের সুবিধার্থে পুরসভার তরফে বিশেষ ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও পুরসভার নাম করে বেআইনিভাবে ওই পার্কিং ব্যবস্থা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। মেয়র ফিরহাদ হাকিম এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা এটা করছে, তাঁরা অন্যায় করছে। পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছি।

Latest article