প্রতিবেদন : আসি আসি করেও যেন আসছিল না শীত। তবে এবার ঘূর্ণিঝড় কেটে যেতেই বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং। স্যাঁতসেঁতে বৃষ্টির আমেজ কাটিয়ে এবার ছক্কা হাঁকাবে উত্তুরে হাওয়া। আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে হু-হু করে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে।
আরও পড়ুন-জলের মিটার চুরি রুখতে নতুন কৌশল কেএমসির
কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। মূলত উত্তরে হাওয়ার প্রবেশের কারণেই নামবে পারদ। উত্তরবঙ্গের তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে বলে জানিয়েছে মৌসম ভবন। রবিবার থেকেই তুষারপাত এবং হালকা বৃষ্টি হবে সিকিম, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার মূলত একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে সেই কারণেই রবিবার থেকেই শুরু হবে তুষারপাত। উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এর ফলে দৃশ্যমান্যতা কমবে অনেকটাই তাই গাড়িচালকদের সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছে হাওয়া অফিস।