দেবর্ষি মজুমদার, রামপুরহাট : মিষ্টিতে দলের প্রতীক এসেছে, শাড়ি-জামাতেও। এবার শীতের বালাপোশে ঘাসফুলের উষ্ণতা। জোড়া ফুলের ছাপযুক্ত বালাপোশের চাহিদা এখন তুঙ্গে। রাজ্যের চার উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে তৃণমূল কংগ্রেসের জয় চাহিদা বাড়িয়েছে এই বালাপোশের। শীতের শুরুতে রামপুরহাট পুরসভার মাঠে দেখা মেলে ধুনুরিদের। যাঁরা অর্ডার মাফিক শীতের লেপ ও বালাপোশ তৈরি করেন। শনিবার সেখানেই দেখা মেলে রামপুরহাট লোকোপাড়ার ধুনুরি মহম্মদ তালিব মনসুরির। তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক বালাপোশে ফুটিয়ে তুলছিলেন। জানালেন, এক ভদ্রমহিলা দোকান থেকে কিনে এই ওয়াড় দিয়ে বালাপোশ বানাতে দিয়েছেন।
আরও পড়ুন : দুষ্কৃতী হামলায় জখম তৃণমূল নেতা
পাঁচ কেজি কাপড়ের ছাঁটে বানানো বালাপোশে খরচ পড়ে মাত্র আড়াইশো টাকা। হেসে বললেন, বেশ ভালই লাগছে।
আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকে মিষ্টি তৈরি করতে দেখা গিয়েছে ময়রাদের। সমর্থকদের মধ্যেতৃণমূল কংগ্রেসের প্রতীকের শাড়ি বা পাঞ্জাবি ব্যবহারের চল আছে। দল বিভিন্ন সময় তা কর্মীদের প্রচারের উদ্দেশ্যে দিয়েছেও। তবুও, দলের অন্দরে কেউ কেউ বলছেন, দলের প্রতীক সম্মানের। তাকে ব্যবহারের বস্তু করা ঠিক নয়। তবে সবাই মানছেন, বালাপোশে শাসকদলের প্রতীক অভিনব বটে। জেলা তৃণমূল কংগ্রেসের এক নেতা বললেন, ‘‘কিছুই নয়, জনপ্রিয়তাই এর মূল কারণ।’’