রাজ্যের প্রস্তাব মেনে কলকাতা, হাওড়া পুরনির্বাচন ১৯ ডিসেম্বর

Must read

প্রতিবেদন : ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন হতে চলেছে। রাজ্যের এই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ওই দুই পুরসভায় ভোট করতে চেয়ে গত মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন৷ সেই বৈঠকের পরই রাজ্যের দুটি পুরসভার ভোটের দিনক্ষণ স্থির করা হয়৷ এদিন রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট করা হবে বলে পুর ও নগরন্নয়ন দফতরকে চিঠি দিয়ে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন : ময়নাগুড়ি থেকে পূর্বস্থলী, দ্রুত চলছে উন্নয়নের কাজ 

হাওড়ায় ভােট হবে শুধুমাত্র ৫০টি ওয়ার্ডে। বালি পুরসভা আবার পৃথক করে দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় সেখানকার ১৬টি ওয়ার্ডে আপাতত ভোট হচ্ছে না বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই ভোট হচ্ছে। আগামী শুক্রবার ১২ নভেম্বর কলকাতা উত্তর ও দক্ষিণ এবং হাওড়া জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য আধিকারিকরা। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের প্রস্তুতি ও কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। করোনা আবহে নির্ধারিত সময়ে পুরভোট করানো সম্ভব হয়নি৷ কলকাতা এবং বিধাননগরে শেষ পুরভোট হয়েছিল ২০১৫ সালে৷ ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়৷ বর্তমানে প্রশাসকমণ্ডলীর সাহায্যে পুরসভার কাজকর্ম চলছে৷

Latest article