ছাঁটাইয়ের কোপে উইপ্রো কর্মীরাও

এবার কর্মী ছাঁটাই করল তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো।

Must read

প্রতিবেদন : এবার কর্মী ছাঁটাই করল তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো। ৪০০-রও বেশি কর্মীকে ছাঁটাই করেছে সংস্থা। পারফরম্যান্স খারাপ, এই অজুহাতেই তাঁদের ছাঁটাই করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মীদের ই মেল করে সংস্থার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
তবে উইপ্রো সরকারিভাবে ছাঁটাইয়ের কথা জানায়নি। সংস্থার একটি অভ্যন্তরীণ রিপোর্ট থেকে কর্মী ছাঁটাইয়ের কথা জানা গিয়েছে। যাঁদের ছাঁটাই করা হয়েছে তাঁরা সদ্য প্রশিক্ষণ শেষে সংস্থায় যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন-নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

সংস্থার তরফে দাবি করা হয়েছে, ছাঁটাই করার আগে প্রত্যেক কর্মীর দক্ষতার মূল্যায়ন করা হয়েছিল। অনেকেরই সেই মূল্যায়ন রিপোর্ট সন্তোষজনক নয়। সে কারণে বিপুল টাকা খরচ করে প্রশিক্ষণ দেওয়ার পরও তাঁদের ছাঁটাই করা হয়েছে। তবে অনেকেই মনে করছেন, এটা নিতান্তই সংস্থার কথার কথা। ছাঁটাই করা হবে বলেই এখন কর্মীদের দক্ষতার মূল্যায়নের কথা বলা হচ্ছে। শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই আর্থিক মন্দার কারণে বিভিন্ন সংস্থা তাদের কর্মী ছাঁটাই করছে। আমেরিকার অন্যতম নামী সংবাদ প্রতিষ্ঠান ভক্স মিডিয়াও তাদের কর্মী ছাঁটাই করছে। শুক্রবার সংস্থার মুখ্য কার্যনির্বাহী জিম ব্যাঙ্কফ কর্মীদের চিঠি পাঠিয়ে ৭ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের কথা জানিয়েছেন। ২০১১ সালে পথচলা শুরু করার পর ভক্স মিডিয়া মার্কিন সংবাদ জগতে যথেষ্টই বড় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন-বিজেপির মিথ্যাচার ক্ষুব্ধ মালিওয়াল

নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, সানফ্রান্সিসকো-সহ আমেরিকার একাধিক জায়গায় সংস্থার অফিস আছে। সাংবাদিক ও অসাংবাদিক মিলিয়ে প্রায় দু’ হাজার কর্মী এই সংস্থায় চাকরি করেন। তার মধ্যে ৭ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত। ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন সম্পাদকীয় বিভাগের কর্মীরাও। ছাঁটাইয়ের বিষয়টি জানাতে গিয়ে সংস্থার সিইও জানিয়েছেন, অর্থনীতির দুরবস্থার কারণেই এই দুঃখজনক সিদ্ধান্ত। তবে সংস্থার কোনও প্রকাশনা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। আর্থিক মন্দার কারণে ইতিমধ্যেই সংস্থার প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল।

Latest article