লিভারপুল, ৮ মে : টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ ড্র করে আইপিএলের খেতাবি দৌড়ে পিছিয়ে পড়ল লিভারপুল। শনিবার রাতের এই ড্রয়ের পর তারা অবশ্য কাগজে-কলমে এক নম্বরে উঠে এসেছে। তবে তাতে বাস্তব চিত্র ফুটে উঠছে না। তাদের প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির তিনটি ম্যাচ বাকি। যা থেকে তিন পয়েন্ট পেয়ে গেলেই তারা ইপিএলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফলে লিগ প্রায় হাতছাড়া হয়ে গিয়েছে তাদের।
আরও পড়ুন-আর্থিক সঙ্কটের শঙ্কায় দেশ, কমছে বিদেশি মুদ্রার তহবিল
অ্যানফিল্ডে টটেনহ্যাম এই ম্যাচে কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলেছে। আর এতেই চাপ বেড়েছে লিভারপুলের। তাদের হতাশা আরও বাড়ত যদি না লুই দিয়াজ গোল করে সমতা ফেরাতেন। তবে ম্যাচের পর ক্লপ বলেছেন, তিনি তাঁর ছেলেদের খেলায় গর্বিত। হতাশার কোনও কারণ নেই। এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ক্লপের দল। জিতেছে লিগ কাপও। শুধু লিগ হাতছাড়া হলে চারে চার করা হবে না লিভারপুলের।
১৪ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার পয়েন্ট নষ্ট করল লিভারপুল।
আরও পড়ুন-যুবকের মৃত্যু নিয়ে বিজেপির ফের রাজনীতি
আগেরটা ছিল ম্যান সিটির সঙ্গে। ৫৬ মিনিটে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দিয়েছিলেন সন হিউং মিন। পরে দূরপাল্লার শটে গোল শোধ করে দেন দিয়াজ। ড্র করে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করল টটেনহ্যাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ব্রাইটনের কাছে চার গোলে হেরে যাওয়ায় চতুর্থ দল হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আর্সেনালের।