সংবাদদাতা, দুর্গাপুর : অণ্ডাল থানার পুলিশের (Andal Police Station) উদ্যোগে প্রতিমা দর্শন সম্ভব হল অসহায় বৃদ্ধবৃদ্ধাদের। বুধবার এলাকার দশ বৃদ্ধবৃদ্ধাকে প্রতিমা দর্শন করাতে নিয়ে আসা হয় দুর্গাপুরে। শহরের অগ্রণী, মার্কনি নবারুণ-সহ একাধিক বড় পুজোমণ্ডপে তাঁরা প্রতিমা দর্শন করেন। দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল। থানার এক পুলিশ আধিকারিক জানান, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘নমন’ প্রকল্পে প্রতি বছরের মতো এবারও প্রতিমা দর্শনের আয়োজন হয়। এই প্রকল্পে অসহায় বৃদ্ধবৃদ্ধাদের খাদ্য, ভরণপোষণ, নিয়মিত খোঁজখবর রাখে পুলিশ (Andal Police Station)।
আরও পড়ুন-প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীতে ভয়াবহ দুর্ঘটনা, হড়পা বানে মৃত্যু