নয়াদিল্লি, ১৩ মে : ব্যাট হাতে সেঞ্চুরি প্রভসিমরন সিংয়ের। বল হাতে ৪ উইকেট নিলেন হরপ্রীত ব্রার। নিট ফল, দিল্লি ক্যাপিটালসকে ৩১ রানে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল পাঞ্জাব কিংস। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআরকে টপকে ছয় নম্বরে উঠে এলেন শিখর ধাওয়ানরা।
তবে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাওয়ানের (৭) উইকেট হারিয়েছিল পাঞ্জাব। এরপর দ্রুত আউট হন লিয়াম লিভিংস্টোন (৪) ও জিতেশ শর্মা (৫)। ফলে স্কোরবোর্ডে ৪৫ রান যোগ করতে না করতেই ৩ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতি থেকে দলকে একার হাতে টেনে তোলেন প্রভসিমরন। তাঁর ৬৫ বলে ১০৩ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে শেষ পর্যন্ত লড়াই করার মতো জায়গায় পৌঁছতে পেরেছিল দল। এছাড়া পাঞ্জাবের হয়ে উল্লেখযোগ্য রান স্যাম কারেনের ২৪ বলে ২০।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের সম্মানে আপ্লুত সলমন
পাল্টা ব্যাট করতে নেমে প্রথম উইকেটেই ঝড়ের বেগে ৬৯ রান যোগ করেছিল দিল্লি। কিন্তু ফিল সল্ট (১৭ বলে ২১) আউট হতেই, দিল্লির ব্যাটিংয়ে ধস নামে। একে একে আউট হন মিচেল মার্শ (৩), রিলে রসু (৫), অক্ষর প্যাটেলরা (১)। ব্যর্থ মণীশ পাণ্ডেও (০)। ডেভিড ওয়ার্নার একা লড়ছিলেন। কিন্তু ২৭ বলে ৫৪ করে তিনি আউট হতেই সব শেষ। হরপ্রীত ৩০ রানে ৪ উইকেট নেন। রাহুল চাহার ও নাথান এলিস দু’টি করে উইকেট নেন।