উখড়ার জঙ্গলে নেকড়ের বসতি, খুশি বন দফতর

লুপ্তপ্রায় নেকড়ে ফিরে এল পশ্চিম বর্ধমানের উখড়ার জঙ্গলে। বন দফতরের দুর্গাপুর বন বিভাগের খনি-অঞ্চল লাগোয়া উখড়া রেঞ্জে।

Must read

বাসুদেব ভট্টাচার্য: লুপ্তপ্রায় নেকড়ে ফিরে এল পশ্চিম বর্ধমানের উখড়ার জঙ্গলে। বন দফতরের দুর্গাপুর বন বিভাগের খনি-অঞ্চল লাগোয়া উখড়া রেঞ্জে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই এলাকার কয়েকটি এয়ারবেস পরিত্যক্ত হয়েছিল। সেখানে ধীরে ধীরে গাছপালা গজিয়ে বনাঞ্চলে পরিণত হয়। সেই জঙ্গলেই আস্তানা গেড়েছে নেকড়েরা। ২০১৭-য় প্রথম দেখা মেলে একটির। বনে টহলদারির সময় এক বনকর্মী দেখতে পেয়ে মোবাইলে ছবি তুলে কর্তৃপক্ষকে পাঠান। এরপর ওই এলাকায় নজরদারি বাড়ায় বন দফতর।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে একসূত্রে বাঁধা পড়বে চার সমুদ্র সৈকত, আলোর সাজে দিঘা মেরিন ড্রাইভ

২০২০-র সেপ্টেম্বর মাসে ওই এলাকার বিদ্যুতের স্তম্ভে ওভার হেড তার লাগানোর সময় ইঞ্জিনিয়ার আর্নিশ বসুও নেকড়ে দেখতে পান। তিনি ওই এলাকায় কাজ করার সময় মাঝে মাঝেই দেখা পেতেন। প্রথমে একটা, মাস ছয়েক পরে দুটো এবং বছর দেড়েক পর থেকে তিন-চারটির দল দেখতে পান। সব কিছুই তিনি বন আধিকারিক কল্যাণ দাসকে জানান। খনি এলাকায় ঘন বনাঞ্চল তৈরি এবং সেখানে লুপ্তপ্রায় শিডিউল ওয়ান বন্যপ্রাণীর বসবাস ও বংশবৃদ্ধির ঘটনায় উচ্ছ্বসিত বন আধিকারিকরা। বন আধিকারিক কল্যাণ দাস জানান, এই অঞ্চলে নেকড়ের ফিরে আসা এবং বংশবৃদ্ধি বন দফতরের বিরাট সাফল্য। এই বনে খাদ্যশৃঙ্খল বজায় রাখতে ওদের খায় এমন প্রাণী ওই বনে ছেড়ে দেওয়া হবে।

Latest article