মধ্যপ্রদেশে প্রকাশ্য দিবালোকে মহিলাকে অপহরণ

ফের নজরে মধ্যপ্রদেশ (MadhyaPradesh)। এবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে (Gwalior) এক মহিলাকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করেছে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

Must read

ফের নজরে মধ্যপ্রদেশ (MadhyaPradesh)। এবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে (Gwalior) এক মহিলাকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করেছে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অপহরণের ঘটনাটি ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটি বাইকে চড়ে একটি পেট্রোল পাম্পের কাছে অপেক্ষা করছেন। আর একজন পুরুষকে দেখা যাচ্ছে একজন মহিলাকে টেনে নিয়ে তাকে জোর করে বাইকের পিছনের সিটে বসাচ্ছেন। দ্বিতীয় ব্যক্তিটিকে তখন বাইকে বসার চেষ্টা করতে দেখা যায়, কিন্তু সক্ষম হন নি। জানা গিয়েছে, ১৯ বছরের মহিলা কলেজে পাঠরত। মধ্যপ্রদেশের ভিন্ড জেলার বাসিন্দা ওই পরিবারের মহিলাটি। পরিবারের সাথে দীপাবলি উদযাপন করে ফিরছিলেন তিনি। জ্যেঠুর বাড়িতে সপরিবারে আনন্দময় মুহূর্ত কাটাতে গিয়ে ফেরার সময় এই বিপত্তি।

আরও পড়ুন-রাত পোহালেই শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বস্ত্রশিল্পে আসছে বিপুল বিনিয়োগ

সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা সকালে গোয়ালিয়রে পৌঁছেছিলেন। পরিবারটি বাস স্টপে নামার পর, মহিলা পেট্রোল পাম্পের কাছে একটি টয়লেট ব্যবহার করার জন্য তাদের সঙ্গের একটি ছোট শিশুকে নিয়ে গিয়েছিল। পরিবারের এক সদস্য এই ঘটনা প্রসঙ্গে বলেন, “শিশুটি দৌড়ে এসে বলল, কেউ তার দিদিকে তুলে নিয়ে গেছে। আমি একজন লোককে বাইকের পেছনে দৌড়াতে দেখলাম। মহিলা ঠিকমতো বসেও ছিলেন না, কাঁদছিল। পেট্রোল পাম্পের কাছের লোকেরাও তার কান্না শুনেছিল।” পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে পুলিশকে অপহরণের খবর দেয়।

আরও পড়ুন-ফাঁকা বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৪ ভাইবোনের!

সহকারী পুলিশ সুপার (এএসপি) ঋষিকেশ মীনার মতে, বাস থেকে নামার পর পরিবারটি একটি পেট্রোল পাম্পে দাঁড়ায়। তারা যখন তাদের জিনিসপত্র নামাচ্ছিলেন তখন দুর্বৃত্তরা ওই মহিলাকে ধরে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুরো ঘটনাটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অপরাধীদের ধরতে অভিযান শুরু করে। ঋষিকেশ মীনা এই মর্মে আরও বলেন, “পেট্রোল পাম্প থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে অপহরণের বিষয়টি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কঠোর পরিশ্রম করছি।”

 

Latest article