প্রতিবেদন : মানুষের জীবনের কোনও দাম নেই বিজেপি নেতাদের কাছে। বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরের সভায় ফের তার প্রমাণ মিলল। পদ্মশিবির আয়োজিত সভায় চূড়ান্ত অব্যবস্থার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৫০ বছরের এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে বেশ কয়েকজন। শনিবার সকালে নাগপুরের ঘটনায় ফিরল বছর ২০ আগের লখনউয়ের স্মৃতি। ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-প্যারট ফিভারে মৃত্যু বাড়ছে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুর শহরে বিজেপির সভা এবং নির্মাণকর্মীদের কাজের জিনিসপত্র বিলির অনুষ্ঠান ছিল। উপস্থিত জনতার তুলনায় আয়োজন এবং ব্যবস্থাপনা যথেষ্ট কম ছিল বলে অভিযোগ ওঠে। ভিড় সামলাতে হিমশিম খান আয়োজকরা। হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হন বেশ কয়েকজন। মনু তুলসীরাম রাজপুত নামে বছর ৫০-এর এক প্রৌঢ়ার মৃত্যু হয়। অনেকেই গুরুতর জখম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও চোট-আঘাত পাওয়া মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়। বিজেপির সভায় এই ধরণের ঘটনা নতুন নয়। মানুষের সুরক্ষার দিকে কোনও নজর নেই গেরুয়া নেতাদের। এর আগে ২০০৪ সালে লখনউতে বিজেপি নেতা লালজি ট্যান্ডনের জন্মদিন উপলক্ষে শাড়ি বিলির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ২১ জনের। বছর দুই আগে ২০২২ সালের ১৪ ডিসেম্বর বাংলায় দলবদলু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটি কম্বলদানের অনুষ্ঠান করেছিল বিজেপি। সেখানেও চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ওঠে। ৩ জনের মৃত্যু হয়। গ্রেফতার হন অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক বিজেপি নেতা।