প্রতিবেদন : বিয়ের মাসকয়েক পর এক রাতে স্কুটারে করে কোথাও যাচ্ছিলেন সদ্যবিবাহিত এক দম্পতি। স্বামী বা স্ত্রী কারও মাথাতেই হেলমেট ছিল না। কোনও কারণে স্কুটার উল্টে ভয়ঙ্কর জখম হন ওই দম্পতি। দুর্ঘটনার সময় বছর ২৩-এর তরুণী ছিলেন ৪০ দিনের অন্তঃসত্ত্বা। ওই দম্পতিকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ওই দম্পতিকে উদ্ধার করে বুলন্দশহরের আবদুল্লা হাসপাতালে ভর্তি করেন। স্বামীর আঘাত তেমন গুরুতর না হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পাওয়া ওই তরুণীকে (Woman in coma) হাসপাতালে ভরতি রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই তরুণীকে সেখান থেকে দিল্লিতে এনে এইমসে ভর্তি করা হয়। কোমায় চলে যাওয়া তরুণীকে ভেন্টিলেটশনে রাখা হয়। প্রায় সাত মাস ধরে অচৈতন্য থাকা তরুণী গত সপ্তাহে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাত সন্তান সুস্থ আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরও পড়ুন-২৭ মাসে সর্বনিম্ন বিদেশি মুদ্রার সঞ্চয়, আর্থিক বিপর্যয়ের আশঙ্কা
২২ অক্টোবর মহিলার (Woman in coma) প্রসববেদনা শুরু হয়। তরুণী একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। সদ্যোজাতর ওজন আড়াই কেজি। সদ্যোজাত সন্তান ভাল আছে। প্রসবের পর তরুণীর ভেন্টিলেটর সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। তাঁর শারীরিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে চিকিৎসকরা জানিয়েছেন।