প্রতিবেদন : যোগী সরকারের আমলে উত্তরপ্রদেশে খুন-জখম, ধর্ষণ, শ্লীলতাহানি যেন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যোগীরাজ্যে পুলিশের বিরুদ্ধেই উঠছে একের পর এক গুরুতর অভিযোগ। উত্তরপ্রদেশকে উত্তমপ্রদেশ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কিন্তু গেরুয়া দলের শাসনে উত্তরপ্রদেশে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এবার আলিগড়ে (Aligarh, Uttar Pradesh) পুলিশের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। জানা গিয়েছে ৫ মে ১৯ বছরের এক তরুণীকে উদ্ধার করেছিল বিজয়নগর থানা (Bijaygarh Police station, Aligarh, Uttar Pradesh)। পুলিশের দাবি, তারা অপহরণকারীদের হাত থেকে ওই তরুণীকে উদ্ধার করেছিল। সাধারণ নিয়ম মেনে অপহৃতকে উদ্ধারের পর তাঁর পরিবারের কাছে খবর দেওয়া বা তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের দায়িত্ব। কারণ আইন অনুযায়ী পুলিশ কাউকেই ২৪ ঘণ্টার বেশি নিজেদের হেফাজতে রাখতে পারে না। কিন্তু সেই কাজ না করে ওই তরুণীকে রাখা হল পুলিশি ব্যারাকে। চলতি মাসের ১০ তারিখে সেখানেই ওই তরুণী আত্মঘাতী হন। ওই তরুণীর মৃত্যুর খবর সামনে আসতেই পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কেন তারা ওই তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে না দিয়ে পাঁচদিন নিজেদের হেফাজতে রাখল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশের দাবি, ওই তরুণী সরাসরি তাদের হেফাজতে ছিলেন না। নিরাপত্তার কারণে ওই তরুণী থানা চত্বরে মহিলা পুলিশের ব্যারাকে ছিলেন।
আরও পড়ুন: রুশ প্রেসিডেন্ট বেশিদিন বাঁচবেন না, দাবি ঘনিষ্ঠ ধনকুবেরের