পুতিনকে ক্ষমতাচ্যুত করতে রাশিয়ায় অভ্যুত্থানের প্রস্তুতি

Must read

প্রতিবেদন : পুতিনকে (Vladimir Putin) গদি থেকে উৎখাত করতে রাশিয়াতেই (Russia) তলায় তলায় অভ্যুত্থানের তোড়জোড় চলছে। দাবি করল ইউক্রেন। ইউক্রেন সেনাবাহিনীর অন্যতম শীর্ষকর্তা মেজর জেনারেল কিরিলো বুদানভের এমন দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুদানভ জানিয়েছেন, আগামী অগাস্ট মাসের মাঝামাঝি এই যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে। চলতি বছরের শেষবেলায় রাশিয়া যুদ্ধ থামাতে বাধ্য হবে। কেন? তার কারণ ব্যাখ্যা করেছেন বুদানভ। তাঁর বক্তব্য, ইউক্রেন আক্রমণ করে বিরাট ভুল করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই যুদ্ধ রাশিয়া জিতবে না। হারের পর পুতিনকে জোর করে সরিয়ে দেওয়া হবে। রাশিয়া (Russia) ভেঙে পড়বে তাসের ঘরের মতো। তাঁর দাবি, পুতিনকে (Vladimir Putin) উৎখাতের লক্ষ্যে ইতিমধ্যেই অভ্যুত্থান বা ক্যু-এর প্রস্তুতি চলছে। এটি বন্ধ করা পুতিনের পক্ষে অসম্ভব। পাশাপাশি পুতিনের দুরারোগ্য ক্যানসার হয়েছে বলেও জানিয়েছেন বুদানভ। তাঁর সংযোজন, কোনও প্রোপাগান্ডা ছড়াতে এসব কথা ইউক্রেনের তরফে বলা হচ্ছে না। বাস্তবে যা ঘটছে, তাই তুলে ধরা হচ্ছে। ইউক্রেনের প্রতিরোধে যে রাশিয়া অনেকটাই পিছু হঠেছে, তা উঠে আসছে নানা রিপোর্টে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসের দখল নিতে বর্তমানে মরিয়া চেষ্টা চালালেও এখনও সাফল্য মেলেনি। পূর্ব ডনবাসের সিভারস্কি ডোনেট নদী পার হতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে রুশ সেনাদের। রুশ বাহিনীকে খারকিভ ছাড়তে বাধ্য করারও দাবি করছে ইউক্রেন। এর মধ্যেই রাশিয়ার চোখরাঙানি অগ্রাহ্য করে ফিনল্যান্ড আগামী বুধবার পশ্চিমি সামরিক জোট ন্যাটোয় যোগদানের জন্য আবেদন করতে চলেছে। খবরটি জানিয়েছেন ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী পেক্কা হাভিস্তো। আজ, সোমবার ফিনল্যান্ডের সংসদ ন্যাটোতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। সেখানেই পাকা সিদ্ধান্ত হবে। এদিকে ন্যাটোয় যোগ দিলে ফিনল্যান্ড বড় ভুল করবে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। তখনই তিনি হুঁশিয়ারি দেন। ন্যাটো জোটের সদস্য হতে চায় সুইডেনও।

আরও পড়ুন: রুশ প্রেসিডেন্ট বেশিদিন বাঁচবেন না, দাবি ঘনিষ্ঠ ধনকুবেরের

Latest article