সংবাদদাতা, বহরমপুর : রাজ্যের নারী ও শিশুকল্যাণ বিভাগ ‘স্কচ’ পুরস্কার পেয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য। গোটা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলার প্রায় ১৬ লক্ষ মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে ২৭টি পরিষেবা নিয়ে মঙ্গলবার থেকে শুরু হল দুয়ারে সরকার। মুর্শিদাবাদ জেলার মোট ৬৮টি স্থানে চালু হয়েছে শিবির। মঙ্গলবার সেই শিবিরগুলিতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে আগ্রহী মহিলাদের ভিড় উপচে পড়ল। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আসতে শিবিরগুলিতে ভিড় করেছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন-চন্দননগরের ‘বুড়িমা’কে বরণ করেন পুরুষরা
বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পেই আগ্রহ সবচেয়ে বেশি। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘‘জেলায় এই মুহূর্তে ১৫ লক্ষ ৮০ হাজার ৫৬৫ জন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন। প্রতি মাসে তাঁরা ৫০০ টাকা করে পাচ্ছেন। এর ফলে যাঁরা এখনও এই প্রকল্পের আওতায় আসেননি তাঁদের বেশি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।’’ প্রশাসনের তালিকা অনুযায়ী মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকে ৯৯ হাজার ৯৯৭ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান পাচ্ছেন।
আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য ৩০ কোটি টাকা দেয়নি কেন্দ্র, বললেন ব্রাত্য, যাদবপুরকে ২৮ কোটি দিয়েছে রাজ্য
বেলডাঙা ১ ব্লকের ৭০,৩৫৪ জন, সাগরদিঘি ব্লকের ৭১,০০৩ জন, লালগোলা ব্লকের ৬৯,৪৮৫ জন-সহ জেলার বিভিন্ন ব্লকের হাজার হাজার মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। স্বাভাবিকভাবেই দুয়ারে সরকার শিবির চালু হতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে উৎসাহী মহিলাদের ভিড় শুরু হয়ে গিয়েছে। এক মাস ধরে অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ১৩৯২টি শিবিরের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরামি।