চন্দননগরের ‘বুড়িমা’কে বরণ করেন পুরুষরা

স্থানীয়দের কাছে এই মা পরিচিত ‘বুড়িমা’ নামে। এই পুজো কেন্দ্র করে ষষ্ঠীর দিন থেকেই বহু ভক্তের সমাগম হয়।

Must read

প্রতিবেদন : চন্দননগর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর বয়স হল ৩০০। চন্দননগরের ‘আদি মা’র পরেই প্রাচীন এই পুজো। স্থানীয়দের কাছে এই মা পরিচিত ‘বুড়িমা’ নামে। এই পুজো কেন্দ্র করে ষষ্ঠীর দিন থেকেই বহু ভক্তের সমাগম হয়। নবমীতে বলির প্রথা ও ভোগ বিতরণ চালু প্রথা। দশমীর দিন দেবীবরণ হয়। এই বরণ পুজোর সবচেয়ে আকর্ষণীয় প্রথা।

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য ৩০ কোটি টাকা দেয়নি কেন্দ্র, বললেন ব্রাত্য, যাদবপুরকে ২৮ কোটি দিয়েছে রাজ্য

বরণের বিশেষ বৈশিষ্ট্য হল দশমীর দিন ছেলেরা মেয়েদের মতো শাড়ি পরে মাকে বরণ করেন। ছেলেদের মেয়ে সেজে আসা এই প্রথা দেখতে ভিড় জমান বহু মানুষ। মেয়ে সেজে ছেলেদের এই বরণ প্রথার পিছনে রয়েছে এক ইতিহাস। চন্দননগর এক সময় ফরাসি অধ্যুষিত এলাকা ছিল। সে সময় বাড়ির মেয়েদের বাইরে বেরোনোয় নিষেধ ছিল ভয়ে। সেই জন্য মহিলাদের পরিবর্তে বাড়ির ছেলেরাই আসতেন এই পুজোর যাবতীয় কাজ সারতে। প্রথামতো তাঁরাই মাকে দশমীর দিন বরণও করতেন। প্রাচীন সেই প্রথাটি আজও বিদ্যমান। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতি বছর এই বরণ করার জন্য ছেলেদের লাইন পড়ে যায়। আগ্রহীদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেওয়া হয় বরণ করার জন্য।

Latest article