ভুবনেশ্বর : অতিমারির কারণে দু’বছর বন্ধ থাকার পর ফিরছে ভারতীয় মহিলা লিগ ফুটবল। ভুবনেশ্বরে প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৫ এপ্রিল। চলবে ২৫ মে পর্যন্ত। ১২ দলের এই প্রতিযোগিতা রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে খেলা হবে। চ্যাম্পিয়ন দল আগামী বছর মহিলাদের এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবে। ১১ ম্যাচ পর সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
আরও পড়ুন –ছয় দলের আইপিএল মিতালিদের
ভুবনেশ্বরের তিনটি ভেনুতে হবে লিগের খেলা। কলিঙ্গ স্টেডিয়াম, সপ্তম ব্যাটেলিয়ন গ্রাউন্ড এবং ক্যাপিটাল গ্রাউন্ডে হবে প্রতিযোগিতার খেলাগুলি। গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি ছাড়াও যে দলগুলি এবারের লিগে খেলবে তারা হল, ওড়িশা পুলিশ, দিল্লির হানস উওমেন এফসি, কর্নাটকের কিকস্টার্ট এফসি, তামিলনাড়ুর সেথু মাদুরাই, মহারাষ্ট্রের পিফা স্পোর্টস কোলাবা এফসি, ছত্তিশগড়ের মাতা রুকমনি এফসি, গোয়ার সিরভোদেম স্পোর্টস ক্লাব, ফেডারেশনের ইন্ডিয়ান অ্যারোজ, পশ্চিমবঙ্গের এসএসবি উওমেন এফসি, স্পোর্টস ওড়িশা এবং একটি যোগ্যতা অর্জনকারী দল। দিল্লিতে যোগ্যতাঅর্জন পর্বের খেলা হবে দিল্লিতে ১-৫ এপ্রিল।