West Bengal Government: অসামরিক বিমান পরিবহণে সাফল্য, আবার কেন্দ্রের পুরস্কার বাংলাকে

এবার রাজ্যের মধ্যে বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়ানোয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের থেকে পুরস্কার পেল রাজ্য সরকার।

Must read

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে আরও একটি পালক। এবার রাজ্যের মধ্যে বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়ানোয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের থেকে পুরস্কার পেল রাজ্য সরকার।

আরও পড়ুন –মেয়েদের লিগ শুরু ১৫ এপ্রিল

শুক্রবার এই পুরস্কারের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। কেন্দ্রের তরফে রাজ্যকে “Most Pro-active States for implementing RCS scheme ” বিভাগে পুরস্কৃত করা করা হয়েছে।রাজ্যের তরফে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণের পাশাপাশি একাধিক জেলা তথা মালদহ, কোচবিহার, পুরুলিয়ার মতো জায়গায় বিমান পরিষেবা চালু করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও যেসব বিমানবন্দরগুলি বন্ধ রয়েছে সেগুলিও নতুনভাবে চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। তাই এই স্বীকৃত পেল রাজ্য।

Latest article