প্রতিবেদন : দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি-সহ একাধিক ঘটনার প্রতিবাদে পথে নামতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী ২৫ এবং ২৬ অগাস্ট বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে মহিল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডাঃ শশী পাঁজা, সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার ও মালা রায়।
আরও পড়ুন-দুই মেদিনীপুরে আতঙ্ক এখন স্ক্রাব টাইফাস
এছাড়াও মিছিলে অংশ নেবেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। সংগঠনের তরফে জানানো হয়েছে, গোটা রাজ্যব্যাপী মহিলা তৃণমুল কংগ্রেসের ৩৫টি সংগঠনের সদস্যরা এই প্রতিবাদে শামিল হবেন। সদ্য স্বাধীনতা দিবসে বিলকিস বানো-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। এর প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তীব্র নিন্দা করে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। মূল্যবৃদ্ধির প্রতিবাদে এর আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এসবের প্রতিবাদে এবার পথে নামার সিদ্ধান্ত নিল মহিলা তৃণমূল কংগ্রেস। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত করে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মায়ের আবাহন
মামলাটি শুনানির জন্য যাতে অন্তর্ভুক্ত হয় তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। বিজেপির এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুড়ে। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে ইতিমধ্যেই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া নিয়ে প্রতিবাদ করা হয়েছে। তবে এসবের প্রতিবাদ ছাড়াও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতা করেও প্রতিবাদ মিছিল হবে মহানগরীর বুকে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি থেকে শুরু করে কর্মসঙ্কোচনের বিরুদ্ধেও আওয়াজ তোলা হবে মিছিল থেকে। সব মিলিয়ে আগামী দু’দিন কলকাতার রাজপথ মহিলাদের প্রতিবাদে সরব হবে বলা বাহুল্য।