স্থানীয় এক গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে প্যারিসের (Paris) একটি মেট্রো স্টেশনে ফরাসী পুলিশ হিজাব (Hijab) পরিহিত এক নারীকে গুলি করে। ঘটনাটি ঘটেছে বিবলিওথেক ন্যাশনাল ডি ফ্রান্স স্টেশনে। যাত্রীরা বলেছেন, ওই নারী হুমকিমূলক আচরণ শুরু করার পর তাকে গুলি করা হয়। মহিলা “আল্লাহ হু আকবর” এবং “তোমরা সবাই মারা যাচ্ছ” বলে চিৎকার করে পাতাল রেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন-যোগীরাজ্যে ভিডিওতে তিন তালাক ঘোষণা স্বামীর, কারণ বিচিত্র
আরও বলা হচ্ছে, ওই মহিলা পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করেন এবং “নিজেকে উড়িয়ে দেওয়ার” হুমকি দিয়েছিলেন। প্যারিসের প্রসিকিউটর অফিস এই মর্মে জানিয়েছে, এরপর একজন পুলিশ অফিসার তার পেটে গুলি করেন। যদিও মহিলার কাছে কোনো বিস্ফোরক বা অন্য অস্ত্র পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দ্বারা মহিলার জরুরী ভিত্তিতে চিকিৎসা করা হয়েছিল। জানা যায়, মহিলাটির পেটে একটি গুলির ক্ষত ছিল। তাকে এরপর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ মহিলার আচরণের উপর ভিত্তি করে ইসলামপন্থী সন্ত্রাস বলে সন্দেহ করছিল। জননিরাপত্তা বজায় রাখার জন্য, কর্তৃপক্ষ দ্রুত মেট্রো স্টেশনটি খালি করেছে।