নারীরাই উচ্ছেদ করবে বিজেপিকে

নারীশক্তি উচ্ছেদ করবে বিরোধীদের।

Must read

সংবাদদাতা, দুবরাজপুর: নারীশক্তি উচ্ছেদ করবে বিরোধীদের। দুবরাজপুরে সভায় এভাবেই আওয়াজ তুললেন নদিয়া জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু। উপস্থিত ছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, মলয় মুখোপাধ্যায়, প্রভাত চট্টোপাধ্যায় এবং জেলা মহিলা নেত্রী সাহারা মণ্ডল। রিক্তা কুণ্ডু বলেন, বৃষ্টির থেকেও ভয়ংকর নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-সলমন শো, ইস্টবেঙ্গল সদস্যদের বিশেষ ছাড়

তিনি স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘‘না জাগিলে, ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় এই মা-বোনেরা। আপনারা একসঙ্গে গর্জে উঠুন। এই মাটিতে এসে মোদি- অমিত শাহরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন। তার বিরুদ্ধে গর্জে উঠুন। আজকে প্রতিটি ঘরে কি সিপিএম, কি বিজেপি এবং কি কংগ্রেস, সব মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী পেয়েছেন। ভেবে দেখুন ৩৪ বছর বামেদের কুশাসন। আজ ওরা কংগ্রেস ও বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। সংখ্যালঘু মা-বোনেরা মনে করুন, হাজেরা বিবি ও তাঁর সন্তান ইসমাইলের কথা। ঊষর মরুভূমিতে জল নেই। হাজেরা বিবি আল্লাহ্‌র কাছে প্রার্থনা করছেন পানির জন্য। ইসমাইলের পদ যুগলের আঘাতে জমজমের পানি কূপের সৃষ্টি হয়। এই কথাটা বললাম কারণ ৩৪ বছরের বামদের শাসনে বাংলা ঊষর মরুভূমিতে পরিণত হয়। তখনই আবির্ভাব ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আমাদের উদ্ধার করেন। মঞ্চে তৃণমূল নেতৃত্বদের সঙ্গেই গলা মেলালেন উপস্থিত সাধারণ মানুষও। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই হাজির অসংখ্য মানুষ। একযোগে তাঁরাও এদিন বিজেপিকে শূন্য করার
অঙ্গীকারবদ্ধ হলেন।

Latest article