আমস্টেলভিন, ৩ জুলাই : মেয়েদের হকি বিশ্বকাপে (Women’s Hockey World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করল ভারত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে এই ইংল্যান্ডের কাছেই হারতে হয় সবিতা পুনিয়াদের। স্বপ্নভঙ্গ হয় ভারতীয় মেয়েদের। এদিন বদলার সুযোগ হাতছাড়া করলেন সবিতারা।
রবিবার পুল ‘বি’-র ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ভারত। ৯ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ইসাবেলা পিটার। দ্বিতীয় কোয়ার্টারে বন্দনা কাটারিয়ার গোলে সমতা ফেরায় ভারতীয় দল (Indian Team)। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে আরও একটি গোলের সুযোগ পেলেও তা হাতছাড়া করেন ভারতীয় মেয়েরা (Women’s Hockey World Cup)। তৃতীয় কোয়ার্টারে তুল্যমূল্য লড়াই হলেও দুই দলই গোল করতে ব্যর্থ হয়। ভারতের নেহা গোলের সুযোগ নষ্ট করেন। প্রথম তিন কোয়ার্টারে বিপক্ষের গোলে হাফ ডজনেরও বেশি শট নিয়েছেন ভারতীয় মেয়েরা। কিন্তু স্কোরলাইনে তার প্রতিফলন ঘটেনি।
আরও পড়ুন: ২১ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস নিয়ে তথ্যচিত্র, দায়িত্বে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক
চতুর্থ কোয়ার্টারে জয়ের লক্ষ্যে ঝাঁপায় দু’দল। ইংল্যান্ডের আক্রমণ সামাল দিয়ে শেষ কোয়ার্টারে বার দু’য়েক গোল করার মতো পরিস্থিতি তৈরি করেন ভারতের মেয়েরা। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হয় দলকে। ৫৭ মিনিটে ম্যাচের সহজতম গোলের সুযোগটি নষ্ট করে জয় হাতছাড়া করে ভারত। ইংল্যান্ডের গোলরক্ষক উপরে উঠে গেলেও ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি শর্মিলা দেবী। গোটা ম্যাচে সাতটি পেনাল্টি কর্নার পেলেও মাত্র একটি কাজে লাগায় ভারত।