নয়াদিল্লি : মেয়েদের আইপিএলে দল কেনার জন্য ৪০০ কোটি টাকার বেস প্রাইস রাখল বিসিসিআই। ২০০৮ সালে শুরু হয়েছিল ছেলেদের আইপিএল। সে সময় ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য ৪০০ কোটি টাকা বেস প্রাইস রাখা হয়েছিল। ১৪ বছর পর মেয়েদের টি২০ লিগের ফ্র্যাঞ্চাইজি কিনতে হলে কোনও সংস্থাকে ন্যূনতম ওই একই অর্থ খরচ করতে হবে।
আরও পড়ুন-নিশীথের গ্রেফতার চাই, আওয়াজ উঠল সভায়
আগামী বছর থেকে মহিলা আইপিএল শুরু হচ্ছে। ভারতীয় বোর্ড ইতিমধ্যেই যাবতীয় পরিকল্পনা সেরে ফেলেছে। দ্রুত ফ্র্যাঞ্চাইজি নিলামের দিন ঘোষণাও করে দেবে বোর্ড। ছেলেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বোর্ডের কাছে। পাঁচটি দলের লিগের দল কেনার জন্য দ্রুত দরপত্র ছাড়বে বিসিসিআই।