মুম্বই, ১০ এপ্রিল: ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। চোট সারিয়ে ফিরে চলতি আইপিএলেও ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স মুম্বইকরের। ইতিবাচক থেকে দলের বিপর্যয়েও প্রতি ম্যাচে রান করছেন সূর্য (Surya Kumar Yadav)।
মুম্বই ইন্ডিয়ান্সের ভারতীয় ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ বলেন, ‘‘সূর্য দু’টো ম্যাচ খেলে দু’টিতেই হাফ সেঞ্চুরি করেছে। আরসিবি-র বিরুদ্ধে ইনিংসটা স্পেশাল। চাপের মুখে সূর্যই বিপক্ষ বোলিংকে ধ্বংস করেছে। বলতেই হচ্ছে সূর্য (Surya Kumar Yadav) নমস্কার।’’ এর পরই শাস্ত্রী যোগ করেন, ‘‘ওর হাতে শটের বৈচিত্র্য আছে। ওর কবজি কাজ করে, ব্যাটিংয়ে পাওয়ারও এনেছে। মাঠে সহজেই গ্যাপ খুঁজে নিয়ে সেখানে স্ট্রোক খেলে। সুর্য এক ব্যতিক্রমী প্রতিভা। এবি ডেভিলিয়ার্স ওর সেরা সময়ে এই ক্রিকেট খেলত। খুব বেশি এমন প্রতিভা ক্রিকেটে নেই, ডেভিলিয়ার্স, বাটলার, সূর্যকুমার এই তালিকায় পড়বে। সূর্য এখন বিশ্ব ক্রিকেটে ঠিক এই জায়গায় রয়েছে।’’
প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপও মুগ্ধ সূর্যকুমারের ব্যাটিংয়ে। বিশপ ট্যুইটারে লিখেছেন, ‘‘আমার মনে হয়, একটা ডেলিভেরির জন্য তিনটি শটের বিকল্প রয়েছে সূর্যকুমারের কাছে অথবা ও জানে, বোলার ঠিক কী ডেলিভেরি করবে, অসাধারণ ব্যাটার।’’