ইউজিসি-র ট্যুইটার হ্যাক

Must read

প্রতিবেদন : গত কয়েকদিন ধরে দেশের একের পর সরকারি টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। সেই তালিকায় এবার যোগ হল ইউজিসি। রবিবার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে পরপর দু’দিনে তিনটি সরকারি ট্যুইটার হ্যান্ডেল সাইবার অপরাধীদের কু-নজরে পড়ল। আর এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তায় ব্যর্থতা প্রকাশ্যে চলে এসেছে। জানা গিয়েছে, রবিবার হঠাৎ ইউজিসি (UGC) কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অ্যাকাউন্টটি। পাশাপাশি সেখানে অর্থহীন বেশকিছু ট্যুইটও করা হয়। শুধু তাই নয়, ইউজিসির (UGC) ট্যুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি সরিয়ে সেখানে একটি কার্টুন ছবি বসানো হয়। ঠিক যেমনটা করা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ট্যুইটার হ্যাকের সময়। যোগীর ছবির পরিবর্তে প্রোফাইলে বসিয়ে দেওয়া হয়েছিল গরু, বাঁদরের ছবি। যোগীর পাশাপাশি সম্প্রতি ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক করে হ্যাকাররা। হ্যাকিংয়ের কবলে পড়ে দেশের পরমাণু গবেষণা কেন্দ্র এবং সংসদ টিভিও। খোদ দেশের প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্টও বাদ যায়নি সাইবার অপরাধীদের আক্রমণ থেকে। আর একের পর এক গুরুত্বপূর্ণ সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে সাইবার অপরাধীদের লাগাতার দৌরাত্ম্যে উদ্বেগে সাইবার অপরাধ দমন শাখা। সাইবার সুরক্ষায় কেন্দ্রের পর্যাপ্ত নজরদারির অভাবও স্পষ্ট।

Latest article