জ্বালানি বিড়ম্বনার মুখে নির্লজ্জ যুক্তি মন্ত্রীর

Must read

প্রতিবেদন : লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। ছেঁকা লাগছে হেঁশেলেও। বিরোধীদের লাগাতার তোপের মুখে মোদির সরকার। এবার প্রকাশ্যে বিড়ম্বনায় পড়লেন কেন্দ্রের মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কংগ্রেসের নেট্টা ডি’সুজা এক বিমান সফরে মন্ত্রী স্মৃতির (Smriti Irani) মুখোমুখি হয়েছিলেন। বিমানের মধ্যে জ্বালানির অগ্নিমূল্য নিয়ে নেট্টার প্রশ্নবাণে বিদ্ধ হন স্মৃতি। দিল্লি-গুয়াহাটি বিমানযাত্রার ওই ঘটনা ডি’সুজা তাঁর মোবাইল ফোনে রেকর্ডও করেন। পরে তিনি ট্যুইট করে বলেন, স্মৃতি ইরানির (Smriti Irani) সঙ্গে দেখা হয়েছিল। যখন আমি তাঁকে জ্বালানির অসহনীয় দাম নিয়ে প্রশ্ন করি, তখন তিনি এর জন্য ভ্যাকসিন থেকে শুরু করে গরিবদেরও দায়ী করেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই নির্লজ্জ মিথ্যাচারে রেগে অগ্নিশর্মা নেটিজেনরা। ভাইরাল হওয়া এই ভিডিও প্রমাণ করছে মানুষের দুর্দশার মুখে অপযুক্তি দিয়ে কীভাবে পাশ কাটানোর চেষ্টা করছেন বিজেপি নেতা-নেত্রীরা।

Latest article