শ্যামল রায়, নবদ্বীপ : চৈতন্যভূমি নবদ্বীপে শ্রীচৈতন্য সংস্কৃত সাহিত্যচর্চা কেন্দ্র তৈরি। এবার উদ্বোধনের অপেক্ষা। নবদ্বীপ পুর প্রশাসক বিমলকৃষ্ণ সাহা জানিয়েছেন, শ্রীচৈতন্য সংস্কৃত সাহিত্যচর্চা গবেষণা কেন্দ্র নামটি মুখ্যমন্ত্রীই রেখেছেন। গত মাসে নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, ওই সংস্কৃত সাহিত্যচর্চা গবেষণা কেন্দ্রের নাম রাখা হোক শ্রীচৈতন্যের নামে। তাঁর প্রস্তাব অনুসারেই নামকরণ।
আরও পড়ুন-বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট পুণ্যার্থীরা
স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন, নবদ্বীপ শহর সংলগ্ন মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ সেতু ফরেস্ট দাঙ্গায় তৈরি হয়েছে এই সংস্কৃত সাহিত্যচর্চা কেন্দ্র। ৩০ কোটি টাকা ব্যয়ে গবেষণা কেন্দ্রটি গড়ে উঠেছে। দেশ–বিদেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা এবং গবেষণা করতে পারবেন। সেভাবেই পরিকাঠামো গড়ে উঠবে। এখানে রয়েছে ২০০ আসন বিশিষ্ট একটি আলোচনাকক্ষ। থাকবে স্টাফ রুম ও অতিথিশালাও। অনেকদিন আগেই তৈরি হয়ে গিয়েছে কেন্দ্রটি। প্রাচীন সাহিত্য সংস্কৃতির উপর জোর দেওয়া হয়েছে এই গবেষণা কেন্দ্রটিতে। দু’একর জমিতে গড়ে উঠেছে পাঁচতলা ভবন। ছশোর বেশি পড়ুয়া পড়াশোনা এবং গবেষণা চালাতে পারবেন।
আরও পড়ুন-করোনার কবলে, ১০ মন্ত্রী, ২০ বিধায়ক
দেশ–বিদেশের পড়ুয়াদের থাকার ব্যবস্থা রয়েছে। ২০১৫ সালের মে মাসে কাজ শুরু হয়েছিল। কলেজের ইনচার্জ সোমা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাচীন ভারতীয় বিদ্যা এবং অবশ্যই সংস্কৃত ও প্রাচ্যবিদ্যার চর্চা হবে এখানে। সেভাবেই তৈরি হয়েছে এই গবেষণাকেন্দ্রটি। এই গবেষণা কেন্দ্রে পড়ুয়ারা পাবেন নতুন দিশা। শুধু বিজ্ঞান আর দর্শনে আটকে থাকবে না ছাত্রছাত্রীরা। তারা জানবে সংস্কৃতিকে, সাহিত্যকে।