সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর নিজের হাতে গড়া শিল্পতালুকে খুশির হাওয়া। বৃহস্পতিবার খড়্গপুরের মঞ্চ থেকে আবার মুখ্যমন্ত্রী রঘুনাথপুর জঙ্গলসুন্দরী কর্মনগরীতে শিল্পায়নের কথা বলেছেন। পুরুলিয়ার ছড়রায় হবে বিমানবন্দরও। ইতিমধ্যে ওই শিল্পতালুকে কারখানা গড়ছে শ্রী সিমেন্ট ও শ্যাম স্টিল শিল্পগোষ্ঠী। আরও কয়েকটি শিল্পগোষ্ঠী আসছে। তাই খুশি এলাকা।
আরও পড়ুন-আজ বিশ্বকর্মার আরাধনা, বাংলায় শিল্পের নবজোয়ার, শিল্পশহর দুর্গাপুর ফিরে পেয়েছে প্রাণ
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রঘুনাথপুর কলেজ ও সরবড়ি পঞ্চকোট কলেজের ছাত্রদের সকলেই বলছে, মুখ্যমন্ত্রী যেমন পুরুলিয়ায় শিক্ষার উন্নয়ন করেছেন, তেমনই কর্মসংস্থানেও উদ্যোগী হয়েছেন। রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুচরণ মেহেতা বলেন, এখানে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট করে দিয়েছে রাজ্য সরকার। রেলপথও আছে। বেশ কয়েকটি শিল্পগোষ্ঠী আসছে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, শিল্পায়নে কোনও বিরোধিতা, কোনও ধরনের নেতিবাচক আন্দোলন আমরা হতে দেব না। তাই আগ্রহ বেড়েছে শিল্পপতিদের। মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা হচ্ছেই। ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে এখানে।