লোকসভা নির্বাচনের আগে বিজেপি ভাঙর হিড়িক পড়ে গিয়েছে জেলায় জেলায়। প্রতিদিনই ধস নামছে বিজেপি শিবিরে। সোমবার দুপুরে হেমতাবাদের চৈনগর ও নওদায় তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে চৈনগর অঞ্চলের বাহিন বুথের বিজেপি সদস্যা নমিতা বর্মন, তিলান বুথের বিজেপি সদস্যা বাসন্তী ভৌমিক, নওদা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মালনের সিপিএমের জয়ী সদস্যা নাসিমা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি দুই অঞ্চলের শতাধিক বাসিন্দা এদিন তৃণমূলে যোগ দেন। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, জেলা পরিষদের সদস্যা মকলেসা খাতুন, মোজাফফর হোসেন প্রমুখ।
আরও পড়ুন- ১১,৭৬৫ শিক্ষক পদে নিয়োগ! আইনি জট দূর করল সুপ্রিম কোর্ট












