হাতে চার মাস। এবার দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ (cricket worldcup)। ২০১১ সালে শেষ বার একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2023) হয়েছিল ভারতে। ১২ বছর পর একক ভাবে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড সমস্ত ভেনু নিশ্চিত করে ফেলেছে। খুব তাড়াতাড়ি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি (ICC)।
আরও পড়ুন-বর্ষার আমেজ কলকাতায়, কমবে না গরম
ভারতের অনেকগুলো স্টেডিয়ামে এই বিশ্বকাপের ম্যাচ হতে চলেছে। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) অন্যতম মাঠ। হাতে সময় খুব কম। তাই বেশ জোর কদমে চলছে ইডেন সংস্কারের কাজ। ক্রিকেটের নন্দনকাননকে এই উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে। এক বছর আগে থেকেই ইডেন সংস্কারের কাজ শুরু হয়েছে। জাতীয় দলের ম্যাচ, আইপিএল চলেছে বলে সংস্কারের কাজ করা যায়নি।