বর্ষার আমেজ কলকাতায়, কমবে না গরম

সোমবার থেকেই উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Must read

সকাল থেকে ছিল মেঘলা আকাশ (cloudy)। তবে গরম কমেনি। মেঘলা আকাশ থাকার জন্য অস্বস্তিকর একটা গরমের (summer) পরিবেশ তৈরী হয়েছে। কিন্তু বিকেল হতেই হঠাৎই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। ঠান্ডা বাতাস দিয়ে শুরু হয় বৃষ্টি।

আরও পড়ুন-মর্মান্তিক, স্ক্রু ড্রাইভার দিয়ে তরুণীকে খুন তেলেঙ্গানায়

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজই বাংলায় ঢুকেছে বর্ষা। ৫ দিন দেরিতে এবার বর্ষা ঢুকল উত্তরবঙ্গে। সেখানকার বেশিরভাগ জেলায় এই বর্ষা ঢুকে গিয়েছে। কিন্তু বৃষ্টি নামলেও গরম থেকে এখনও মুক্তি নেই বঙ্গবাসীর। ১৩ জুনের মধ্যে বর্ষা ঢুকলেও মালদা, দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে গরম কমবে না। তাপপ্রবাহেরই সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, ধস নেমে ক্ষতিগ্রস্ত কালিম্পং

সাগর থেকে দক্ষিণ-পশ্চিমী বাতাস উত্তরবঙ্গে যাওয়া শুরু হয়েছে। সেই বাতাস দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। মায়ানমার উপকূলের নিম্নচাপ থেকে অল্প হলেও মেঘ ঢুকছে। বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম কমবে না বলেই জানা গিয়েছে।

Latest article