ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, ধস নেমে ক্ষতিগ্রস্ত কালিম্পং

Must read

প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। সেই সঙ্গে হরপা বান। এর জেরে ক্ষতিগ্রস্ত কালিম্পং (Kalimpong- Landslide) জেলার রম্ভি এলাকার বস্তি। আতঙ্কে গ্রামবাসীরা। ব্যাহত হয়েছে সেভক রঙপো প্রকল্পের কাজও। হরপা বান ও ধসের জন্য রেল প্রকল্পকেই দায়ী করেছেন স্থানীয়রা। রবিবার রাত থেকে উত্তরবঙ্গে তরাই-ডুয়ার্স জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের জেরে ধস নামে। এর জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ-সহ রন্দি বাজারের একাধিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেবক-রংপো দ্বিতীয় রেল স্টেশন রিয়াংয়ের স্টেশন ইয়ার্ড তৈরির কাজ চলছে। বৃষ্টির জেরে রেল প্রকল্পের কাজেও থমকে গিয়েছে।

আরও পড়ুন: প্রার্থী ধার করে পাহাড়ে নির্বাচন লড়তে নামছে বিজেপি

হরপা বান ও ধসের জন্য রেল প্রকল্পকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কোনও পরিকল্পনা ছাড়াই প্রকল্পের কাজ চালাচ্ছে রেল। পাহাড় থেকে নেমে আসা জল নিকাশির ব্যবস্থা হয়নি। ফলে ক্ষতি হচ্ছে বস্তির। বর্ষার আগে ধস আটকানোর কোনও ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। ধসের (Kalimpong- Landslide) জেরে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজে নামে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে বলে জানান কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা। বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধস আটকাতে অবিলম্বে রেল কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে বলা হয়েছে বলে জানান জেলাশাসক। রেলের তরফে প্রজেক্ট ম্যানেজার অরুণবরণ পাত্র বলেন, প্রবল বৃষ্টি হবে তা তাঁরা ভাবতে পারেননি। যথোপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।

Latest article