প্রার্থী ধার করে পাহাড়ে নির্বাচন লড়তে নামছে বিজেপি

পঞ্চায়েত নির্বাচন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : নির্বাচনের আগে বারবার মিথ্যা আশ্বাসে গ্রহণযোগ্যতা হারিয়েছে বিজেপি (Panchayat Election- BJP)। বিশ্বাসঘাতকের তকমা নিয়েই প্রার্থী ধার করে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন পার করতে চাইছে পদ্ম শিবির। কেন্দ্রে বিজেপি সরকার, দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির, এমনকী দার্জিলিঙ লোকসভা কেন্দ্রে পরপর তিনবার জয়ী হয়েছে বিজেপি সাংসদ। তবু পাহাড়ে সংগঠনের বীজ বপন করতে পারেনি বিজেপি। বারবার পাহাড়ের আঞ্চলিক দলগুলিকে হাতে নিয়ে প্রার্থী ধার করে নির্বাচন পার করতে হয়েছে। দীর্ঘ দুই দশক বাদে পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। সেখানেও গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি ও জিএনএলএফকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করছে বিজেপি। এই নিয়ে শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়িতে বৈঠক হয়। জোট চূড়ান্ত না হওয়ায় ফের রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে বৈঠক হয়। বৈঠকে জোট চূড়ান্ত হয়েছে। যা ঘোষণা করে বিজেপি। কিন্তু যে কোনও নির্বাচনের আগে বিজেপি (Panchayat Election- BJP) পাহাড়ের মানুষকে গোর্খাল্যান্ড নামক পৃথক রাজ্যে ও পাহাড়ের ১১টি জনজাতিকে সরকারি স্বীকৃতি দেওয়ার জুজু দেখিয়ে ভোট বৈতরণী পার করেছে। তবে এবার বিজেপির সেই মিথ্যা আশ্বাসে ভুলছে না পাহাড়বাসী। রীতিমতো বিশ্বাসঘাতকের তকমা দিয়েছে তাদের। যদিও বিপদ আশঙ্কা করেই বিজেপি সংসদ এবার আর গোর্খাল্যান্ড প্রসঙ্গ ও ১১ জনজাতিকে স্বীকৃতির কথা আর তুলছে না। তবে দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা ১১ জনজাতিকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন। কিন্তু সেই মিথ্যা টোপ ধোপে টিকছে না। সরাসরি প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। কারণ বিজেপির মিথ্যাচার মানুষ জেনে গিয়েছে। ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছে বিজেপি। নিরীহ মানুুষকে ঠকিয়েছে। তাই সাধারণ মানুষ আর যে বিজেপির প্রলোভনে ভুলবে না তা পাহাড়ে অনেকাংশেই পরিষ্কার।

আরও পড়ুন- বিয়ের ১১ দিনেই বধূ নির্যাতনে অভিযুক্ত বিজেপি বিধায়ক

Latest article