৩৫ লক্ষ বর্গ ফুট জমিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (world trade centre) তৈরি হবে ‘নবদিগন্ত ইন্ড্রাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’ এলাকায়। মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। ৩০ হাজার লোকের কর্মসংস্থান হবে এটি তৈরী হলে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এশিয়া প্যাসিফিক রিজিওনের সহ-সভাপতি স্কট ওয়াং এবং মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা ও চেয়ারম্যান সুশীল মোহতা গতকাল এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।
আরও পড়ুন-ভূমিকম্পে কাঁপল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, পাকিস্তান-আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা
২০১১ সালে সরকারে আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পরিবর্তন করার চেষ্টা করেছেন। শহরকে লন্ডনের মতো সাজিয়ে তুলতে চেয়েছেন। চেয়েছেন শিল্পায়ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি জানান যে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ মহানগরে একটি শাখা অফিস খুলতে চলেছে। ২১ মার্চ স্বাক্ষরিত হল মউ। এই নিয়ে ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সপ্তম শাখা খুলছে ভারতে। যদিও পূর্ব ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এটাই প্রথম শাখা।
আরও পড়ুন-ফিফা ফ্রেন্ডলি খেলতে জাতীয় শিবিরে মেসি
গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল কলকাতায় আসেন। সব বিষয়ে খতিয়ে দেখার পর গতকাল মউ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে কর্মসংস্থান এর ফলে বাড়বে বলে আশা সরকারের। এই সেন্টারের ফলে বাংলায় আসবে অনেক বড় বহুজাতিক সংস্থা। বাণিজ্যিক দিক দিয়ে বাংলা এক ধাপ এগিয়ে যাবে।