মিতা নন্দী, ঝাড়গ্রাম: দু’বছর পর ফের মানুষের ঢল নামল পাহাড় পুজোয়। ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্যের মানুষও হাজির ছিলেন এই পুজোয়। এরাজ্যের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় রয়েছে কানাইসোর পাহাড় (Kanaisor Hill)। কানাইসোর পাহাড় পুজোয় হাজার হাজার মানুষ শামিল হন। প্রতিবছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পাহাড় পুজোয় (Kanaisor Hill) মেতে ওঠেন ঝাড়খণ্ড, ওড়িশা ও এ রাজ্যের মানুষজন। ঝাড়গ্রামের বেলপাহাড়ী সীমান্তবর্তী এলাকায় এই কানাইসোর পাহাড়ের পুজো ঘিরে উন্মাদনা থাকে চরমে। করোনা পরিস্থিতির জন্য গত দু’বছর এই পাহাড় পুজো বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবার পাহাড় পুজোয় হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন। কানাইসোর পাহাড়ের প্রাচীন এই পুজো কৃষিকাজের উন্নতির জন্য করেন এলাকার আদি জনগোষ্ঠীর মানুষ। পাহাড়ের মাথায় প্রকৃতিদেবীকে সন্তুষ্ট করতে হয় পুজো। পোড়া মাটির হাতি, ঘোড়া রেখে চলে পুজো। কথিত আছে, দীর্ঘদিন আগে এই এলাকায় প্রবল বন্যায় সমস্ত কিছু ভেসে গিয়েছিল। কানাইসোর পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙাম গ্রামের বাসিন্দারা তখন অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন। এবং গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন। তখন থেকেই এই পাহাড়ে ঢেঙাম গ্রামের মাহালি সম্প্রদায়ের মানুষজন পূজারি হিসেবে রয়েছেন। শনিবার এই পাহাড় পুজো অনুষ্ঠিত হয়। রবিবার পাহাড়ের নিচে বাঁরাঘাটে বসে কাঁঠালের মেলা। চলে পুজো। দু’দিন ধরে চলে পাহাড় পুজো ও তাকে ঘিরে চলে মেলা।